Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

দুর্গাপুরে নাশকতা মামলায় বিএনপি‘র ৪ নেতা গ্রেফতার নেত্রকোনা

দুর্গাপুরে নাশকতা মামলায় বিএনপি‘র ৪ নেতা গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে মাকরাইল বাজারে অনাকাঙ্কিত ঘটনায় সোমবার রাতে বিএনপি‘র ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। 

পুলিশ সুত্রে জানাযায়, বিএনপি কর্মী ফারুক মিয়া, যুবলীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক শাজাহান কবীরের মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। সোমবার সন্ধ্যায় ফারুক মাকরাইল বাজারে আসলে শাজাহান, হারুন, কিতাব আলী, রফিকুলের মধ্যে ঐ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মারামারিতে ৪ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতেই রফিকুল ইসলাম, শাজাহান ও মো. কিতাব আলী বাদী হয়ে দুর্গাপুর থানায় পৃথক ৩টি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপি‘র ভাইস প্রেসিডেন্ট ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা মজিবুর রহমান ও তাঁর পুত্র দুর্জয় কে গ্রেফতার করে রাতেই নেত্রকোনা মডেল থানায় প্রেরণ করা হয়। 

এ ব্যাপরে উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, বিএনপি‘র কর্মীরা আমাদের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা সহ মাকরাইল বাজারে দলীয় কার্যালয় ভাংচুর করেছে, আমরা এর দৃষ্টান্তমুলক বিচার দাবী করছি। এ বিষয়ে উপজেলা বিএনপি‘র সভাপতি মো. জহিরুল আলম ভুইয়া বলেন, বিচ্ছিন্ন ঘটনার কথা শুনেছি, তবে এতে আমাদের কোন নেতাকর্মী জড়িত ছিলনা, আগামী নির্বাচনকে বানচাল করতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।