Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

মাশরাফিসহ প্রতীক পেলেন ১২ প্রার্থী নড়াইল

মাশরাফিসহ প্রতীক পেলেন ১২ প্রার্থী

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ নড়াইলের দু’টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে। রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডিসি ও রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরা এ তথ্য নিশ্চিত করেছেন। অপর দিকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন নড়াইল-২ আসনের বর্তমান সাংসদ ও জেলা ওয়ার্কার্স পাট্রির সভাপতি শেখ হাফিজুর রহমান। 

নড়াইল-২ আসনের প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা (নৌকা), ২০ দলীয় জোট তথা প্রার্থী এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান (ধানের শীষ), জেলা জাতীয় পার্ট্রির (এরশাদ) সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম (আম), ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন (তাল পাখা), ইসলামী ঐক্যজোটের প্রর্াার্থী মাহাবুবুর রহমান(মিনার) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী (তারা)।

অন্যদিকে নড়াইল-১ আসনে বহাল আছেন-আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি (নৌকা), বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম(ধানের শীষ), জাপার (এরশাদ) প্রার্থী মিল্টন মোল্যা (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন (হাত পাখা) এবং এনপিপি’র (ছালু) জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুরুল হক (আম)।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে নড়াইলের দু’টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়।