Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

ঝালকাঠির দুটি আসনে শিল্পমন্ত্রী আমুসহ ১০ জন প্রার্থী চুড়ান্ত ঝালকাঠি

ঝালকাঠির দুটি আসনে শিল্পমন্ত্রী আমুসহ ১০ জন প্রার্থী  চুড়ান্ত

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১০ জনের প্রার্থীতা চুড়ান্ত হয়েছে। ১০ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ হামিদুল হক প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেন। ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সাবেক এমপি ইলেনভুট্টো, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির রফিকুল ইসলাম জামাল, জাতীয় পার্টি  (জেপি) মোঃ রুবেল হাওলাদার, ওয়ার্কার্স পার্টির মোঃ আবুল হোসাইন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এরফলে চুড়ান্ত প্রার্থী হয়েছেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আওয়ামীলীগের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিএনপির জীবা আমিনা খান, জাতীয় পার্টির (এরশাদ) এম এ কুদ্দুস খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ ফয়জুল করীম এবং ন্যাশনাল পিপলস পার্টির জাহাঙ্গীর হোসেন খান। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামীলীগের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক, বিএনপির ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, জাতীয় পার্টির (এরশাদ) এম এ কুদ্দুস খান, ন্যাশনাল পিপলস পার্টির প্রবীর কুমার মিত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লামা নূরুল হুদা ফয়েজী। জাতীয় পার্টি মহাজোটের অংশীদার থাকলেও এ দুটি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রয়েছে। জোটবদ্ধ রাজনীতি করেও আওয়ামীলীগের হেভিওয়েট নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনের আসনে প্রতিদ্ব›িদ্বতা করবেন জাপা চেয়ারম্যান উপদেষ্টা এমএ কুদ্দুস খান। এ নিয়ে আলোচনার ঝড় বইছে সচেতন মহলে। 

জানাগেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সয়ংক্রিয়ভাবে দুইজনের ও আবেদনের মাধ্যমে দুইজন মনোনয়ন প্রত্যাহার করে নেন। প্রার্থীরা হলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে চুড়ান্তভাবে রফিকুল ইসলাম জামালের মনোনয়নপত্র সয়ংক্রিয় ভাবে বাতিল হয়ে যায়। অপরদিকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জীবা আমিনা খানকে চুড়ান্ত মনোনয়ন দেয়ায় এ আসনের সাবেক এমপি ইসরাত সুলতান ইলেন ভূট্টো’র মনোনয়নপত্র সয়ংক্রিয় ভাবে তাঁর প্রার্থীতা প্রত্যাহার হয়ে যায়। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ওয়ার্কার্স পার্টির কমরেড আবুল হোসাইন ও জাতীয় পার্টি (জেপি/মঞ্জু) মো. রুবেল হাওলাদার আবেদন করে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। প্রার্থীতা প্রত্যাহারকারীরা আবেদনে উল্লেখ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টি (জেপি/মঞ্জু)  জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছি। বিএনপির রফিকুল ইসলাম জামাল বলেন, ‘নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী দল থেকে কাউকে মনোনয়ন দেয়া হলে ওই দলের একই আসনের বাকী প্রার্থীদের মনোনয়ন সয়ংক্রিয় ভাবে বাতিল হয়ে যাবে। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে কোন আবেদন করতে হবে না।’ 

অপরদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। প্রকাশিত তালিকা অনুযায়ী মহাজোটের হয়ে ২৯ ও উন্মুক্তভাবে ১৩২ আসনে প্রতিদ্ব›িদ্বতা করবে দলটি। দলের সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান। যদিও এ দুটি আসনে মহাজোটের পক্ষে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। এর মধ্যে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পাশাপাশি ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সভাপতি বজলুল হক হারুন। মহাজোটে থেকেও এই দুই প্রার্থীর বিরুদ্ধে লড়বেন জাপা প্রার্থী এমএ কুদ্দুস খান। এ ব্যাপারে এমএ কুদ্দুস খান বলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে ১৩২টি আসনে উন্মুক্ত প্রতিদ্ব›িদ্বতার ঘোষণা দিয়েছে। আমি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা মেনে নিয়েছি। সবার ওপরে দল, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। তাই দুটি আসনে আমি জাপার প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করব।