Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ঝালকাঠির দুটি আসনে ১০ জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ ঝালকাঠি

ঝালকাঠির দুটি আসনে  ১০ জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহারের পর চুড়ান্ত ১০ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে। চুড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিক পেয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামীলীগের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন (নৌকা), বিএনপির ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম (ধানের শীষ), জাতীয় পার্টির (এরশাদ) এম এ কুদ্দুস খান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লামা নূরুল হুদা ফয়েজী (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির প্রবীর কুমার মিত্র (আম) । ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আওয়ামীলীগের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (নৌকা), বিএনপির জীবা আমিনা খান (ধানের শীষ), জাতীয় পার্টির (এরশাদ) এম এ কুদ্দুস খান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ ফয়জুল করীম (হাতপাখা) এবং ন্যাশনাল পিপলস পার্টির জাহাঙ্গীর হোসেন খান (আম)। এরপূর্বে ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সাবেক এমপি ইলেনভুট্টো, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির রফিকুল ইসলাম জামাল, জাতীয় পার্টি  (জেপি) মোঃ রুবেল হাওলাদার, ওয়ার্কার্স পার্টির মোঃ আবুল হোসাইন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। 


 সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ হামিদুল হক প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করেন। এসময় প্রার্থীরা অনুপস্থিত থাকলেও প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রতিক গ্রহণ করেন। ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে ঝালকাঠি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর পক্ষ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল, বিএনপি প্রার্থী জীবা আমিনা খানের পক্ষ্যে অ্যাডভোকেট আনিচুর রহমান খান, অ্যাডভোকেট ফয়সাল খান, মিজানুর রহমান মুবিন, জাতীয় পার্টির এমএ কুদ্দুস খানের পক্ষ্যে জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মুফতি সৈয়দ ফয়জুল করীমের পক্ষ্যে সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর, সাধারন সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, ঝালকাঠি-০১ (রাজাপুর কাঠালিয়া) আসনে আওয়ামীলীগের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনের পক্ষ্যে জেলা আওয়ামীলীগ নেতা ও গালুয়া ইউপি চেয়ারম্যান মুজিবুল হক কামাল, বিএনপির ভাইসচেয়ারম্যান ব্যরিস্টার শাহজাহান ওমরের পক্ষ্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার এস মিজানুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক নাসিম আকন, অন্যান্য প্রার্থীদের পক্ষ্যে নেতৃবৃন্দ। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল জানান, আমরা মাননীয় শিল্পমন্ত্রী’র পক্ষ্যে নৌকা প্রতিক গ্রহণ করেছি। আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ঝালকাঠির বাসী উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং উন্নয়নের স্বার্থে তাকে নৌকা প্রতিকে ভোট দিবেন। 
পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সালাম জানান, জননেত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশবাসী নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার পুনর্গঠন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। 
রাজাপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম আকন জানান, রাজাপুরের বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশী অভিযান শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে আমরা ধানের শীষের প্রতিক পেয়েছি। নির্বাচনী আচরণ বিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুপুর ২ টা থেকে আমরা প্রচারণা শুরু করেছি।