Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সুনামগঞ্জের শাল্লায় হানাদারমুক্ত দিবস পালিত সুনামগঞ্জ

সুনামগঞ্জের শাল্লায় হানাদারমুক্ত দিবস পালিত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায়  যথাযোগ্য মর্যাদায় ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দিবসটি পালন করা হয়। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর শাল্লা শক্রমুক্ত হয়। দিবসটি পালনের শুরুতেই একটি আনন্দ র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র‌্যালিটি শহীদ মিনারে এসে শেষ হয়। পাশাপাশি লাখ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করেন মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ।

পরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও জ্যোতিষ মজুমদার বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডঃ অবনী মোহন দাস। সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র দাস, প্রেমবাসী দাস, জগদীশ সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ. ছত্তার মিয়া, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, উদীচীর সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেহার বেগম, হাবিবুর রহমান রথীন্দ্র চন্দ্র সরকার, রিপন চন্দ্র দাস প্রমুখ। এসময় বীরঙ্গনা জমিলা খাতুন, পেয়ারা বেগম ও মুক্তাভানুকে ফুলের মালা দিয়ে বরণ করেন মুক্তিযোদ্ধাবৃন্দ। 

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অপরিসীম অবদানের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আগামী ৩০ ডিসেম্বর আরেকটি বিজয় অর্জিত হবে বলে আলোচনা সভায় বক্তারা বলেন। এসময় প্রধান অতিথি অ্যাডঃ অবনী মোহন দাস সকল বিভেদ ভুলে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান উপস্থিত সকল নেতাকর্মীদের। পাশাপাশি তিনি শক্রমুক্ত দিবসে উপজেলার সকল বীরঙ্গনা ও মুক্তিযোদ্ধাদেরকে অভিনন্দন জানান। 

এই বিভাগের অন্যান্য খবর