Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নির্বাচনকে সামনে রেখে কোনো আইন লঙ্ঘন করা যাবে না : মেজর আখতারুজ্জামান কিশোরগঞ্জ

নির্বাচনকে সামনে রেখে কোনো আইন লঙ্ঘন করা যাবে না : মেজর আখতারুজ্জামান

বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার আইন লঙ্ঘন করা যাবে না। বিএনপির মূল থেকে শুরু করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এলাকার প্রতিটি পরিবারের কাছে গিয়ে ধাঁনের শীষ মার্কায় ভোট চাইতে আহ্বান জানিয়েছেন তিনি।

মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া কটিয়াদী) আসনে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপি মনোনয়নের বৈধতা পেয়ে  (শুক্রবার, ৭ ডিসেম্বর)  জুম্মার নামাজ শেষ করে কটিয়াদী কলামহল দর্গা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে নেতাকর্মীদের উদ্যেশে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল রহমান কাঞ্চন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলা-উদ্দিন সাবেরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস আলী, আচমিতা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সভাপতি কামরুল ইসলাম রুবেলসহ বিএনপির নেতাকর্মীবৃন্দ।