Opu Hasnat

আজ ১১ জুলাই শনিবার ২০২০,

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত সেই মোটরসাইকেল আরোহীর নাম নিতাই দাস (২৫)। নিতাই দাস সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর জুবলী বাগান মহল্লার বাসিন্দা

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার নলকা সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সঞ্জিত দাস (২৬) নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেলযোগে হাটিকুমরুল থেকে সিরাজগঞ্জ শহরের দিকে আসছিলেন নিতাই ও সঞ্জিত। তারা ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিতাই মারা যান। 
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় সঞ্জিতকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।