ময়মনসিংহ বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত ময়মনসিংহ / 
ময়মনসিংহসহ চার জেলা নিয়ে ময়মনসিংহ প্রশাসন বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার দুপুরে সচিবালয়ে নিকার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা নিয়ে গঠিত হচ্ছে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ। এর সদর হবে ময়মনসিংহে।