Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

চট্টগ্রাম উত্তর বন বিভাগের অভিযানে সাড়ে ৩ লাখ টাকার কাঠ আটক চট্টগ্রাম

চট্টগ্রাম উত্তর বন বিভাগের  অভিযানে সাড়ে ৩ লাখ টাকার কাঠ আটক

চট্টগ্রাম নগরীর  চান্দগাঁও থানাধীন  চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টায় চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের টহল টিম কর্তৃক ট্রাক নং চট্ট মেট্রো-ট-১১-৮৭৩৭ যোগে অবৈধভাবে আহরিত ২৭৮.১৯ ঘনফুট সেগুন ও গামার গোল কাঠ পাচারকালে আটক করা হয়।  গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক, সদরের নেতৃত্বে শহর রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ রেজাউল আলমসহ টহল দল চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শহর মূখি ট্রাকটিকে থামানোর সংকেত দিলে চালক ট্রাক না থামিয়ে দ্রæত চালাতে থাকে। এক পর্যায়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় কাঠসহ ট্রাকটি ফেলে চালক ও লোকজন পালিয়ে যায়। আটক কাঠ ও ট্রাক কালুরঘাট সরকারী কাঠের ডিপো হেফাজতে রাখা হয়েছে।  

আটক বনজদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা প্রায়। এ ব্যাপারে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালতে সহকারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মোঃ রাফি-উদ-দৌলা সরদার বাদী হয়ে বন মামলা নং-১৮/শহর অব ২০১৮-১৯ দায়ের করা হয়েছে। অভিযানে সহায়তা করেন ফরেস্টার মোঃ মনিরুজ্জামান, ফরেস্টার আবু তাহের, এফজি মোঃ জামাল উদ্দিন, এফজি মোঃ হাবিল প্রামানিক।