Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

সুনামগঞ্জে দু’টি ভলগেটের ধাক্কায় পানিতে পড়ে এক শ্রমিক নিহত সুনামগঞ্জ

সুনামগঞ্জে দু’টি ভলগেটের ধাক্কায় পানিতে পড়ে এক শ্রমিক নিহত

সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদীতে বালু বোঝাই একটি ভলগেটের সাথে অপর একটি ভলগেটের ধাক্কায় পানিতে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম মোঃ আজিজুল হক(১৭)। সে জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ছোট ঘাঘটিয়া গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চলতি নদীতে একটি বালু ভর্তি ভলগেট নৌকার সাথে অপর একটি ভলগেট নৌকার ধাক্কা লাগলে ঐ শ্রমিকটি পানিতে পড়ে মারা যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের এস আই মোঃ ইমতিয়াজ সরকার ও ফায়ার সাভির্সের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছে। 

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্যান্য খবর