Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

শেষ হলো সাপলুডু'র শ্যুটিং বিনোদন

শেষ হলো সাপলুডু'র শ্যুটিং

নন্দিত নাট্য নির্মাতা গোলাম সোহরাব দোদুল প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করেছেন। সিনেমার নাম সাপলুডু।

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ছবির শুটিং শুরু হয় চলতি বছরের ২৭ অক্টোবর। গতকাল সোমবার (৩ ডিসেম্বর) মাত্র ৩১ দিনেই শেষ হয়েছে ছবিটির শুটিং।

ফেসবুক লাইভে বিষয়টি জানান গোলাম সোহরাব দোদুল। শিল্পীদের তিনি ধন্যবাদ জানান সঠিক সময়ে কাজটি শেষ করতে সহযোগিতা করার জন্য।

শুভ বলেন, শুটিং শেষ হলেও এখনও আমরা জার্নির মধ্যে দিয়েই যাচ্ছি। এটি আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। সব কিছুই পরিকল্পনা মাফিক হয়েছে। সাপলুডুতে চেয়েছি অন্যরকম এক শুভকে দেখুক দর্শক। জানিনা কতটা পেরেছি। হলে গিয়ে দর্শকরা হাত তালি দিলেই আমাদের শ্রম স্বার্থক হবে।

মিম বলেন, দারুণ গল্পের একটি ছবি। আমরা দেশের নানা প্রান্তে ছবিটির শুটিং করেছি। দর্শকরা একটি ভালো ছবি উপহার পেতে যাচ্ছেন।

শুভ-মিম ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসানসহ একঝাঁক অভিনয় শিল্পী।