আট মাসে অবৈধভাবে ইউরোপে গেছেন ৭ হাজার বাংলাদেশি প্রবাস / 
ইউরোপ অভিমুখে শরণার্থীদের স্রোতে অনেক বাংলাদেশিও রয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত কমপক্ষে ৭ হাজার বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে ঢুকেছেন। এর মধ্যে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালি গেছেন সবচেয়ে বেশি লোক।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের কাজ করা সংগঠন ফ্রন্টেক্স তথ্য জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের সনদে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ২০০৪ সাল থেকে অবৈধ অভিবাসন, মানবপাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি দেশ এই সংগঠনের সদস্য।