Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ফেনীতে বাসের ধাক্কায় ট্রেনের ৪ যাত্রী নিহত ফেনী

ফেনীতে বাসের ধাক্কায় ট্রেনের ৪ যাত্রী নিহত

ফেনীতে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের নারী ও শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফেনী-কৈখালী রুটের ওই বাসটি জেলার শর্শদী এলাকাল রেলক্রসিংয়ে উঠে গেলে তখন সেটিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ফেনী সদর উপজেলার দক্ষিণ শর্শদী এলাকার মনসুর আহমেদ (২৬) ও মো. দোলন (৩২ এবং দক্ষিণ আবুপুর এলাকার আবুল বাশার (৫৫)। শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন বাসের চালক মুনীর, ফেনী সদর উপজেলার নতুন বাজার এলাকার মোহাম্মদ মাসুম (২৫), শর্শদী বাজার এলাকার হোটেল ব্যবসায়ী দুলাল (৪০) ও রহিম (২২)। 

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করে জানান, বাসটি কৈখালী থেকে ফেনী আসার পথে শর্শদী বাজারের রেলক্রসিংয়ে রেললাইনের উপর উঠলে চট্টগ্রাম থেকে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। বাসে যাত্রী ছিলেন ৮ জন। তারা সবাই কৈখালী থেকে ফেনী শহরে আসছিলেন ।