Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

চিরিরবন্দরে নবজাতকে ফেলে দিয়ে চলে গেলেন মা দিনাজপুর

চিরিরবন্দরে নবজাতকে ফেলে দিয়ে চলে গেলেন মা

দিনাজপুরের চিরিরবন্দরে এক দিনের এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। উদ্ধারকৃত নবজাতককে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।

জানা গেছে, ২৩ নভেম্বর শুক্রবার বিকেল ৫ টায় আমতলী সিএন্ডবি রোডের দক্ষিনে ভেলামতি নদীর ধারে লিচু বাগানের পাশে বালুর উপর সদ্য প্রসবিত শিশুর কান্না শুনতে পেয়ে খামার কৃষ্ণপুর গ্রামের আদিবাসী পাড়ার কয়েকজন শিশুটিকে উদ্ধার করে। পরে ওই পাড়ারই নিপেন মুরমু ও আদরী বাসকে নিঃসন্তান হওয়ায় তারা শিশুটিকে গ্রহন করে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে উপজেলা নিবাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সন্ধ্যায় ওই দম্পত্তির বাড়ী হতে নবজাতককে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করান।

স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মতুজা আল মামুন জানান, শিশুটি হয়তো দীঘ সময় ঠাান্ডায় পড়েছিল ফলে শ্বাস কষ্টের সমস্যা হয়েছে। চিকিৎসা চলছে তাড়াতাড়ি সুস্থ্য হওয়ার আশা করছেন তিনি।

উপজেলা নিবাহী অফিসার মোঃ গোলাম রব্বানী জানান, উদ্ধারকৃত নবজাতকের অভিভাবককে পাওয়া গেলে তাদের হাতে হস্তান্তর করা হবে।