Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

গোয়ালন্দে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন রাজবাড়ী

গোয়ালন্দে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

 

রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাটির পরিচালনায় রয়েছে স্থানীয় প্রতিষ্ঠান একুশ ইলেক্ট্রনিক্স এন্ড মটরস।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোয়ালন্দ বাজার প্রধান সড়কের জিজে ভবনে এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থনার অফিসার ইনচার্জ এজাজ শফী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ. কাদের শেখ, সুলতান উদ্দিন আহমেদ, নাজিরুল ইসলাম দুলু, সুলতান নুর ইসলাম মুন্নু প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশ ইলেক্ট্রনিক্স এন্ড মটরস এর পরিচালক সালাউদ্দিন মাহমুদ রেজা। পরে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন ডাচ্ বাংলা ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মুহা. সাখাওয়াত হোসেন।
আয়োজকরা জানান, এ শাখাটিতে সঞ্চয়ী হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, এফডিয়ার, এটিএম কার্ড প্রদান, অন্য একাউন্ট থেকে টাকা হস্তান্তর, পিন দিয়ে রেমিটেন্সের টাকা গ্রহণ, বিল পে, এসএমএস ব্যাংকিং এবং ব্যালেন্স অনুসন্ধানসহ যাবতীয় সেবা দেওয়া হবে। এ ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হবে বায়োমেটিক পদ্ধতির একাউন্টের মাধ্যমে।