Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নির্বাচন নিয়ে হুমকি-ধমকি দিলে জনমনে সন্দেহ হবে : বি চৌধুরী রাজনীতি

নির্বাচন নিয়ে হুমকি-ধমকি দিলে জনমনে সন্দেহ হবে : বি চৌধুরী


যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনী মেজাজে রয়েছে, নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র, হুমকি-ধমকি দিলে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হবে। বিরোধী দলকে এ কথা বুঝতে হবে।

বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিকল্পধারার নির্বাচনী কার্যালয় মধ্য বাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারার মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সাংবাদিকেদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।


বি চৌধুরী বলেন, জনগণ নির্বাচনী মেজাজে রয়েছে, নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র হুমকি-ধমকি দিলে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হবে। নির্বাচন ঠেকিয়ে দেয়া হবে, ভোটে বাধা দেয়া হবে এমন কোনো আভাস দেয়া হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। সেটা হবে ইতিহাসের নির্মম অধ্যায়।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ভারসাম্য রাজনীতি প্রতিষ্ঠায় আমাদের যদি আপস করতে হয়, সে পরিস্থিতি আনা উচিত হয় তাহলে যে দলটি সরকার গঠন করবে সে দলের শরিকদের অধিক সংখ্যক আসন দিয়ে ব্যালেন্স করতে হবে।

মহাজোটের কাছে কয়টি আসন চান এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেব উত্তরে বি চৌধুরী বলেন, এই মুহূর্তে এটা বলবো না। নতুন ভোটারের সংখ্যা অনেক বেশি। তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, নিরপেক্ষ সুন্দর নির্বাচন দেখতে পারে, তার ব্যবস্থা করতে হবে। কারণ নির্বাচন কমিশন এখন একশত ভাগ স্বাধীন।
 
অনুষ্ঠানে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, এইচ এম গোলাম রেজা, মযহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক আনোয়ারা বেগম, বিএলডিপির চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান শেখ মো. আসাদ, গণসংস্কৃতি দলের সভাপতি এসআই মামুন, বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী, শিপ্রা রহিম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।