Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ছাতকে জাল দলিলে এতিমের ভূমি জবর দখলের অভিযোগ! সুনামগঞ্জ

ছাতকে জাল দলিলে এতিমের ভূমি জবর দখলের অভিযোগ!

ছাতকে জাল দলিলে অসহায় এতিমের ভূমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।  আদালতের অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের বাশখলা মহল্লায় নিয়ামত উল্যাহর ছেলে ফজলুর রহমান দক্ষিন নিজগাঁও মৌজায় জেএল নং- ২২৫, খতিয়ান নং- ১১৪৭, এসএ দাগ নং- ৫২৩ এতে ৬২ শতক ভূমি রেখে মারা যান। ফজলুর রহমান মারা গেলে এ ভূমির স্বত্তাধিকারী হন তার ছেলে আবুল বশর। আবুল বশরের মৃত্যুতে তার ছেলে ইসলাম উদ্দিন, উছমান আলী, আরজ আলী, নুরুল আমিন, আল আমিন ও মেয়ে ছফিনা বেগম পরিবার পরিজন নিয়ে দীর্ঘ দিন ধরে বৈধ ভাবে ভোগ দখল করে আসছেন। কিন্তু এ ভূমি একটি জাল দলিলের মাধ্যমে বিক্রয় করেছেন উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত সরকুম আলীর ছেলে ফয়জুর রহমান। ফয়জুর রহমান জাল জালিয়াতির আশ্রয় নিয়ে অসাধু চক্রের মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর ৩০০২নং একটি জাল দলিলের মাধ্যমে ছাতক সাব রেজিষ্ট্রারী অফিসে দলিল নিবন্ধন করেন। নিবন্ধিদত জাল দলিলে ফয়জুর রহমান দলিল দাতা হিসেবে তার নাম উলে­খ করেন ফজলুর রহমান, পিতা মৃত নিয়ামত উল্যাহ ওরফে সরকুম এবং দলিল গ্রহীতা উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত ডাঃ আব্দুল হকের স্ত্রী মোছাঃ দিলোয়ারা বেগম। ফয়জুর রহমান জাল দলিলে তার নাম উল্লেখ করেছেন ফজলুর রহমান, পিতা মৃত নিয়ামত উল্যাহ ওরফে সরকুম। ভূয়া জাতীয় পরিচয় পত্র নং- ১৯৪০৯০১২৩৫৭০০৩৬৪১। প্রকৃত পক্ষে তার জাতীয় পরিচয় পত্র তদন্ত করে দেখা গেছে তার সঠিক নাম মোঃ ফয়জুর রহমান, পিতা মৃত সরকুম আলী ও সঠিক জাতীয় পরিচয় পত্র নং- ৯০১২৩৫৭৫৪৯৫৪৪। ফয়জুর রহমান প্রতারনা করে অসাধু চক্রের যোগ সাজসে নিজেকে ফজলুর রহমান পরিচয় দিয়ে এবং তার পিতার নাম সরকুম আলীর স্থলে প্রতারনা করে নিয়ামত উল্যাহ ওরফে সরকুম লিখে মোছাঃ দিলোয়ারা বেগম কে ক্রেতা এবং নিজেকে বিক্রেতা সাজিয়ে যে ৬২ শতক ভুমি জাল দলিলের মাধ্যমে বিক্রি করেছেন তার প্রমান পাওয়া যায় তিনি অন্য একটি সঠিক দলিলে তার সঠিক নাম দিয়েছেন মোঃ ফয়জুর রহমান পিতা মৃত সরকুম আলী ও সঠিক জাতীয় পরিচয় পত্র নং- ৯০১২৩৫৭৫৪৯৫৪৪। মূলত নিয়ামত উল্যাহ ওরফে সরকুম আলী নামে ফয়জুর রহমানের কোন পিতা নেই। জাল দলিলের দাতা গ্রহীতারা নানা সময় হামলা ও হুমকি দিয়ে আসছে বৈধ দখলদার ইসলাম উদ্দিনের পরিবারের উপর। ফলে ইসলাম উদ্দিন এখন নিজ ভূমিতে নিরাপত্তাহীনতায় ভোগছেন। 

এ ব্যাপারে অভিযুক্ত ফয়জুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমার জায়গা না হলে আমি দলিল রেজিষ্ট্রারী করলাম কিভাবে। এ বিষয়টি সম্পূর্ন মিথ্যা বানোয়াট এবং আমার উপর ষড়যন্ত্র করা হচ্ছে।

এই বিভাগের অন্যান্য খবর