Opu Hasnat

আজ ২৭ মে সোমবার ২০১৯,

চট্টগ্রামে হালদা গ্রুপের এনএফজেড টেরি টেক্সটাইলকে জরিমানা চট্টগ্রাম

চট্টগ্রামে হালদা গ্রুপের এনএফজেড টেরি টেক্সটাইলকে জরিমানা

ছাড়পত্রবিহীন ও ইটিপি প্ল্যান্ট পরিচালনা না করার অপরাধে হালদা গ্রুপের প্রতিষ্ঠান এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জম হোসাইন।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন, ১২ বছর ধরে ছাড়পত্রবিহীন ও ইটিপি প্ল্যান্ট পরিচালনা না করার অপরাধে হালদা গ্রæপের প্রতিষ্ঠান এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  মো. বদরুল হুদা বলেন, ১২ নভেম্বর বোয়ালখালী উপজেলার শাকপুরা পশ্চিম গোমদন্ডী এলাকায় এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেড পরিদর্শন করে অনিয়ম পাওয়া যায়। পরে গতকাল সোমবার কারখানা কর্তৃপক্ষকে শুনানিতে হাজির হওয়ার জন্য বলা হয়। সোমবার শুনানি শেষে তাদের জরিমানা করা হয় এবং ছাড়পত্র নবায়ন ও ইটিপি প্ল্যান্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়।