Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে লিগ্যাল এইড কার্যক্রমের কর্মশালা ঝালকাঠি

ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে লিগ্যাল এইড কার্যক্রমের কর্মশালা

ঝালকাঠি জেলা জজ আদালতের শহীদ-সোহেল জগন্নাথ মিলনায়তনে “ উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য-প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভুমিকা ” শীর্ষক এক কর্মশালা রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সরকারের অগ্রাধিকার ভিত্তিক অতিগুরুত্বপূর্ন কার্যক্রম হিসেবে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত ও জেলা লিগ্যাল এইড অফিস যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ  মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম. তোফায়েল হাসান, ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। 

 সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কর্মশালায় লিগ্যাল এইড কার্যক্রমের ওপর বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. ফরিদ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মাহমুদ হাসান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল মিল্লাত খোকন, প্রেসক্লাব সহসভাপতি চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি অ্যাড. মো. আক্কাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি বিটিভি প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু, মুক্তিযোদ্ধা ও যমুনা টেলিভিশন প্রতিনিধি দুলাল সাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি মানিক রায়, এটিএন বাংলা প্রতিনিধি শ্যামল চন্দ্র সরকার আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শাকিল খান, জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ইসলামী ফাউন্ডেশনের ডিডি মো. মশিউর রহমান, জেলা কারাগারের সুপার মো. শফিউর রহমান ও  জেলা ব্র্যাক প্রতিনিধি আব্দুস সামাদ। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া আমেনা, মো. সেলিম রেজা ও এসএম তারিক শামস, সহকারী জজ আবদুল্লাহ আল মাসুদ ও শেখ আনিসুজ্জামান,  চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক, দৈনিক অজানা বার্তা সম্পাদক এসএমএ রহমান কাজল প্রমুখ। কর্মশালায় ঝালকাঠিতে একজন পূর্ণাঙ্গ  জেলা লিগ্যাল এইড অফিসার নিয়োগসহ লিগ্যাল এইড কার্যক্রমের সুফল অসহায় দরিদ্র বিচার প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য বিভিন্ন সুপারিশ তৈরি করা হয়।