Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পার্বতীপুরে আ’লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচনী পরিচালনা কমিটি গঠন কার্যক্রম শুরু দিনাজপুর

পার্বতীপুরে আ’লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচনী পরিচালনা কমিটি গঠন কার্যক্রম শুরু

দেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা কে বিজয়ী করার লক্ষে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছে পৌর আওয়ামীলীগ। শুক্রবার সন্ধায় প্রথম সভা জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। 

১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি খবির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন, সাংগাঠনিক সম্পাদক আব্দুর রহমান হামিদি, পৌর আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন সমাজ, সহ-সভাপতি অধ্যাপক বেলাল হোসেন, সাধারন সম্পাদক গোলাম ফারুক অভি, তপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা মহিলা লীগ সভাপতি রুখসানা বারী রুকু, যুব মহিলালীগের আহবায়ক নাজনিন নাহার নিতু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পৌরসভাধিন ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেই সাথে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পার্বতীপুরে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী শক্তিগুলোর আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করার পাশাপাশিসহ দলীয় কোন্দল নিরসন ইত্যাদি।

অনুষ্ঠানে দলের নেতারা বলেন, নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে নানা ঘটনা ঘটতে পারে। নাশকতা, বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তাদের। সে ক্ষেত্রে আন্দোলনের নামে যে কোনো পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা প্রস্তুতির লক্ষে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তারা। সর্বপরী দেশের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে অনুষ্ঠানে বক্তারা পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জয়যুক্ত করার লক্ষে নিরলস ভাবে কাজ করার কথাও বলেন বক্তারা। নির্বাচনকালীন সকল অপৃতিকর ঘটনা মোকবাবেলায় কেন্দ্র ভিত্তিক নির্বাচনী পরিচালনা এ কমিটি বিশেষ ভুমিকা পালণ করবে বলে মনে করছেন তারা।