Opu Hasnat

আজ ৩ জুন বুধবার ২০২০,

রাজবাড়ীতে মাইক্রোবাস ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১ রাজবাড়ী

রাজবাড়ীতে মাইক্রোবাস ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকায় মাইক্রোবাস ও মোটর সাইকেল সংঘর্ষে তৌফিক নামে এক আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। তৌফিক চুয়াডাঙ্গা জেলা শহরের জহুরুল ইসলামের ছেলে।

কালুখালী উপজেলার গান্ধিমারা হাইওয়ে পুলিশ ফারির আইসি এসআই রেজা জানান, শনিবার দুপুরে পাংশা  উপজেলা থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি তৌফিক একটি মোটর সাইকেল চালিয়ে রাজবাড়ী শহরের দিকে আসছিলো। তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকায় আসলে  রাজবাড়ী থেকে পাংশাগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তৌফিক মারা যায়।