Opu Hasnat

আজ ২৭ মে সোমবার ২০১৯,

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে নারী হত্যার ঘটনায় আটক ৩ ঢাকা

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে নারী হত্যার ঘটনায় আটক ৩

ঢাকার অদুরে আশুলিয়ায় যাত্রীবাহী বাসে জরিনা খাতুন (৪৫) নামে এক নারীকে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন - পিবিআই। 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে ওই নারীকে বাসের ভেতর হত্যা করা হয়। পুলিশ ওই বাসটিও জব্দ করেছে। 

পিবিআইয়ের পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, শনিবার দুপুর ১২টায় ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর জরিনা খাতুন এবং তার ৭০ বছর বয়সী বাবা আকবর হোসেন সিরাজগঞ্জ যাওয়ার জন্য আশুলিয়া থেকে বাসে উঠেছিলেন। বাসে যাত্রীবেশী দুর্বৃত্তরা তাদের মারধর করে এবং বাবা আকবরকে জোর করে বাস থেকে নামিয়ে দেয়। পরবর্তীতে বৃদ্ধ বাবা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাস্তার পাশ থেকে জরিনার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর পুলিশ সদর দফতরের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করে।