Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা রাজবাড়ী

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী  উপলক্ষে  আলোচনা সভা


বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল,ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু” রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭১ তম জন্মবার্ষিকী ১৩ নভেম্বর। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বাংলা একাডেমির মহাপরিচালক ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তৃতা করেন, বাংলা একাডেমির পরিচালক ডা. কেএম মোজাহিদুল ইসলাম । প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। একক বক্তা একুশে পদকপ্রাপ্ত বাংলা একাডেমীর ফেলো আবুল মোমেন। অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী প্রমুখ বক্তৃতা করেন। পরে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্ম গ্রহন করেন। তিনি ১৯১১ সালের ১৯ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যু বরন করেন। পদমদীতে তাকে সমাহিত করা হয়। সাহিত্যে ক্ষেত্রে মীর মশাররফ হোসেন উজ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আতœজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭টি বই রচনা করেছেন।