Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সুনামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গণিত, উপস্থিত বক্তৃতা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা সুনামগঞ্জ

সুনামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গণিত, উপস্থিত বক্তৃতা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা

দক্ষিণ সুনামগঞ্জে এফআইভিডিবি’র  সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলার গাগলী নারাইনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অংশ গ্রহণে গণিত, উপস্থিত বক্তিৃতা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দিনব্যাপী উপজেলার গাগলী নারাইনপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রজেক্ট অফিসার মহসিন হাবিব।

প্রতিযোগিতায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী রাসেল তালুকদার, সুপ্রিয় তালুকদার, আফরোজ আলী, এম এম ইলিয়াছ আলী, ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াছ কায়ছার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সুনামগঞ্জ ভিউ ডটকম’র সম্পাদক ও প্রকাশক সোহেল তালুকদার। 

প্রতিযোগিতায় শিক্ষকবৃন্ধ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এই প্রতিযোগিতায় অনেক কিছু শিখার আছে, সব সময় লেখা-পড়ার পাশা-পাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। আজ এফআইভিডিবি’র যে প্রোগ্রাম আমাদের বিদ্যালয়ে নিয়ে এসেছে এই রকম প্রতিযোগিতা মূলক প্রোগ্রাম যেন আর বেশি করে আমাদের বিদ্যালয়ে নিয়ে এসে আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে বিষয়ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীল মেধার বিকাশ ঘটান। 

পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। 

এই বিভাগের অন্যান্য খবর