Opu Hasnat

আজ ২৭ মে সোমবার ২০১৯,

পাইকগাছায় সরকারি জায়গায় গড়ে উঠেছে অবৈধ স্থাপনা খুলনা

পাইকগাছায় সরকারি জায়গায় গড়ে উঠেছে অবৈধ স্থাপনা

পাইকগাছার শিববাটী ব্রীজের দক্ষিণপাশের বাইপাস সড়কের পাশের সরকারি জায়গায় গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ফলে একদিকে যেমন ধ্বংস হয়ে যাচ্ছে বনায়ন অপরদিকে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, সৃষ্টি হচ্ছে যানজট। এ ব্যাপারে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। সূত্রমতে, পাইকগাছা-কয়রা সড়কের কপোতাক্ষ নদের উপর নির্মিত শিববাটী ব্রীজের দক্ষিণ পাশের বাইপাস সড়কের দুই পাশে সরকারি জায়গার উপর গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। কর্তৃপক্ষের নজরদারী না থাকায় যে যার ইচ্ছেমত স্থাপনা স্থাপন করে চলেছেন। কেউ করেছেন মটরসাইকেল ষ্ট্যান্ড, কেউ আবার করেছেন ইজিবাইক ও নছিমন ষ্ট্যান্ড।

শাহীন, ইদ্রিস, রব গাইন সহ অনেকেই আবার টি স্টল সহ বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অনেকেই অভিযোগ করেছেন রাতের আঁধারে সামাজিক বনায়নের গাছ নষ্ট করে এ সব স্থাপনা গড়ে উঠছে। এ সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা না হলে এরা এক সময় স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর এতে সরকারি জায়গা বেদখল হওয়ার পাশাপাশি সামাজিক বনায়নটি ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে ব্যবসায়ী শাহীন জানান, গত ১ মাস আগে তিনি ঘর নির্মাণ করে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করে আসছে। সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়াল জানান, সরকারি জায়গার উপর অবৈধ স্থাপনা স্থাপন আইনগত দন্ডনীয় অপরাধ। যদি কেউ এ ধরণের অবৈধ পন্থায় স্থাপনা গড়ে তুলে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।