Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জে ৩ শ’ মা ও শিশুর জন্য হেলথ ক্যাম্প বাগেরহাট

মোরেলগঞ্জে ৩ শ’ মা ও শিশুর জন্য হেলথ ক্যাম্প

বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে এক দিনের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
 
 উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হেলথ ক্যাম্প উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর অলিউর রহমান ওলি, জাহাঙ্গীর হোসেন, আজিজুর রহমান মিলন, রেজাউল করিম, মহিদুল ইসলাম, শাহিন হাওলাদার, রোকেয়া বেগম, কুরছিয়া বেগম ,সাদিয়া আকতার । 

 উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হেলথ ক্যাম্পে মোরেলগঞ্জ পৌরসভার ৩ শ’ সুবিধাভোগী মহিলা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহন করে। এদের চিকিৎসা প্রদান করেন উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. শাহ্জালাল।  

এই বিভাগের অন্যান্য খবর