Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মুজিব ভাষণ // নাজমুল হক নজীর শিল্প ও সাহিত্য

মুজিব ভাষণ // নাজমুল হক নজীর

(জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত) 

আমি তো বঙ্গবন্ধু হতে আসিনি
আমি তো জাতির জনক হতে আসিনি
শুধু মানুষের ভালোবাসায় বাংলার মুখ
জয় বাংলা আমরি সোনার বাংলা
            পৃথিবীর সবচেয়ে আদিম উচ্চারণ।

এখনো ধানমন্ডি ৩২-নম্বর বাড়ির কাছে
             কেবলি এসব কথা শোনা যায়।

আমি তো প্রধানমন্ত্রী হতে চাই না
আমি তো প্রেসিডেন্ট হতে চাই না
পিঠেতে চাবুকের ক্ষত ভেতরে স্বপ্ন
জয় বাংলা আমার বাংলাদেশ
মানুষে মিশে পদ্মা মেঘনা  যমুনা বয়ে যায়
                                      আবহ বাংলায়।

এখনো ধানমন্ডি ৩২-নম্বর বাড়ির কাছে
            কেবলি এসব কথা শোনা যায়।

আমি তো মানুষের ভেতরে মানুষ চাই
                     বন্ধু চাই, প্রিয়জন চাই
বয়সী জমিনে চাই অনন্ত আকাশ
দু’হাতে পায়রা উড়াল দিতে দিতে 
আমি ইতিহাসের ভেতর ইতিহাস।

এখনো ধানমন্ডি ৩২-নম্বর বাড়ির কাছে
            কেবলি এসব কথা শোনা যায়