Opu Hasnat

আজ ২৪ এপ্রিল বুধবার ২০২৪,

ধর্মীয় শিক্ষায় সরকার আন্তরিক থাকায় জঙ্গীবাদ দমনে দেশ এগিয়ে রয়েছে সুনামগঞ্জ

ধর্মীয় শিক্ষায় সরকার আন্তরিক থাকায় জঙ্গীবাদ দমনে দেশ এগিয়ে রয়েছে

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহা সচিব মাওলানা সাব্বির আহমদ মমতাজী বলেছেন ধর্মীয় শিক্ষায় সরকার আন্তরিক থাকায় জঙ্গীবাদ দমনে দেশ এগিয়ে রয়েছে। অন্য যে কোন সময়ের চেয়ে মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারের আওতায় এনে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মরহুম মাওলানা নুরুল হক জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের আন্দোলন করে গেছেন। 

তিনি শনিবার দুপুরে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন উপজেলা শাখার উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে সংগঠনের জেলা শাখার সভাপতি মরহুম মাওলানা আবুল হাসান নুরুল হকের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেছেন। উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা আবু বক্কর ছিদ্দিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। 

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর ছিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ্ এর কেন্দ্রীয় মহা সচিব মাওলানা একেএম মনোয়ার আলী, অধ্যক্ষ ড. মোহাম্মদ ইদ্রিছ খাঁন, মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, অধ্যক্ষ মাওলানা সরোয়ার জাহান, উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, মাওলানা নুরুর রহমান, মাওলানা কাজী ইছমাইল, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাদী, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মোশাহিদ আলী, মাওলানা কামরুজ্জামান প্রমুখ।

এই বিভাগের অন্যান্য খবর