Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

কিশোরগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব

বহুল আলোচিত কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতিমধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী-পাকুন্দিয়ায় ২ শতাধিক পথসভা, গণসংযোগ ও জনসভা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।
 
কোন দলের প্রার্থী হিসাবে নির্বাচন করবেন তার সুস্পষ্ট ধারণা পাওয়া গেল আজ রবিবার (১১ নভেম্বর) বিকাল ৩ টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করায়। সাবেক এই পুলিশ প্রধান সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে যান এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
 
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন কেনার খবরটি জানাজানি হওয়ার পর কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে প্রার্থীদের মাঝে দেখা দিয়েছে নতুন সমীকরণ।
ইতিমধ্যে  কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনটি কিশোরগঞ্জে সবচাইতে আলোচিত নির্বাচনী আসনে পরিনত হয়েছে। এ আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।