Opu Hasnat

আজ ২৭ এপ্রিল শনিবার ২০২৪,

দুর্গাপুরে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নেত্রকোনা

দুর্গাপুরে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের দিয়ে মধ্য রবিবার দিনব্যাপি আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে দুপুরে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে বর্নাঢ্য র‌্যালী শেষে বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে যুবলীগ‘র যুগ্নসম্পাদক মবিন ইবনে সাইদ এর সঞ্চালনায় উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনি: সভাপতি স্বপন সান্যাল, সহ:সভাপতি আলী আসগর, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, সাবেক পৌর মেয়র কামাল পাশা, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা যুবলীগ‘র সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি সহ উপজেলা ও ইউনিয়নের যুবলীগ নের্তৃবৃন্দ।

বক্তারা সকল কিছু ভুলে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে যুবলীগের কর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানানো হয়।