Opu Hasnat

আজ ২৩ মে বৃহস্পতিবার ২০১৯,

তিন সপ্তাহ পর আজ মাঠে ফিরছেন মেসি খেলাধুলা

তিন সপ্তাহ পর আজ মাঠে ফিরছেন মেসি

সেভিয়ার বিপক্ষে হাতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রধান তারকা লিওনেল মেসি। আর হাঁটুর চোট লম্বা সময় ধরে বাইরে রেখেছিল রক্ষণভাগের পরীক্ষিত সৈনিক স্যামুয়েল উমতিতিকেও।

তবে আজ রিয়াল বেটিসের বিপক্ষে দুজনই মাঠে ফিরছেন। চূড়ান্ত পরীক্ষা শেষে তাদেরকে মাঠে নামার বিষয়ে ‘সবুজ সংকেত’ দিয়েছেন চিকিৎসক।

নিজেদের ফিটনেস টেস্টেও উতরে গেছেন দুজন। তাই লা লিগায় বেটিসের বিপক্ষে চোট থেকে ফেরা দুই খেলোয়াড়কেই রাখা হয়েছে দলে। ম্যাচ শুরু হবে রবিবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৫মিনিটে।

তবে চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি আরেক ডিফেন্ডার থমাস ভারমালেন। আর শৃঙ্খলাজনিত কারণে বেটিস ম্যাচের দলেই রাখা হয়নি ফরওয়ার্ড উসমানে ডেম্বেলেকে। ইনজুরির কারণে নতুন করে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহো।