Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

চট্টগ্রামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ জাতিকে গর্বিত করবে চট্টগ্রাম

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ জাতিকে গর্বিত করবে

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভায় বক্তাগণ বলেন, গণতন্ত্র সুসংহত করার জন্য মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে গণতন্ত্রের নামাবলী নিয়ে যারা দেশকে পিছনের দিকে ঠেলে নিতে চায় এরা শুধু গণতন্ত্র নয়, বিশ্ব মানবতার শত্রæ। তাই শহীদ নূর হোসেন দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদনে এই  প্রত্যয়ে আগামী নির্বাচনে বাঙালির বিজয়ের প্রতীক নৌকায় ভোট দিয়ে আবারো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। 

শনিবার বিকেলে নগরীর জেলা শিশু একাডেমী মিলনায়তনে ১৯৮৭ সালে  ১০ নভেম্বর  এই দিনটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার মাইলফলক ‘স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ বুকে এই লেখা ধারণ করে শহীদ নূর হোসেন ঢাকার রাজপথে বুলেটবিদ্ধ হয়ে শহীদ হন। এ দিনটি স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত স্মরণানুষ্ঠানের আলোচনা সভায় বক্তাগণ একথা বলেন। 

বক্তাগণ আরো বলেন, শহীদ নূর হোসেন গণতন্ত্র রক্ষায় বুকে পিঠে স্লোগান ধারণ করে তিনি মৃত্যুকে বরণ করে শহীদ হয়েছেন। তাঁর এই গণতন্ত্র জাতিকে গর্বিত করবে, কোন বেঈমানকে নয়। বক্তাগণ আরো বলেন, গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা নিজের জীবনকে নিবেদিত করেছেন। গণতন্ত্র খেলার পুতুল নয়, অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার। এ হাতিয়ারকে শানিত করেছেন শেখ হাসিনা। 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ উদ্দিন হামেদ নেওয়াজের সঞ্চালনায় জোটের সহ সভাপতি এম এ মান্নানের শিমুলের সভাপতিত্বে শহীদ নূর হোসেন দিবসের স্মরণানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম। আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা অলিদ চৌধুরী, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আরিফ মঈনুদ্দিন, বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গোপাল দাশ টিপু, সংস্কৃতিকর্মী মহিউদ্দিন মঈনুল আলম, কবি সজল দাশ, দিলীপ সেন গুপ্ত, মুজিবুর রহমান, আবদুল্লাহ আল মাসুদ, বাবলু হাসনাঈদ, মো: ফারুক হোসেন, এনাম উদ্দিন, মো: ইসমাইল, আরিফুর রহমান প্রমুখ। 

সভার শুরুতেই গণতান্ত্রিক আন্দোলন ও ৯০‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।