Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০১৯,

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মতবিনিময় চট্টগ্রাম

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মতবিনিময়

আগামী ১ ডিসেম্বর শনিবার থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মুক্তিযুদ্ধের বিজয় মেলা সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা ৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিজয় মেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান কমান্ডার মো. সাহাবউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের কার্যকরী চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাসেম, মহাসচিব কমান্ডার মোজাফফর আহমদ, কো-চেয়ারম্যান চৌধুরী মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, এম এন ইসলাম, সাধন চন্দ্র বিশ্বাস, থানা কমান্ডার মো. ইউসুফ, নুর উদ্দিন, প্রদ্যুৎ কুমার পাল, খায়ের আহমদ, সিদ্দিক আহমদ, আবদুর রব কায়েস, গোলাম নবী,  ফারুক আহম্মদ, অঞ্জন কুমার সেন, শম্ভু দাশ, রফিকুল আলম, মো. অহিদ উল্লাহ, সামশুদ্দোহা আলী, আবুল কালাম প্রমুখ।

সভায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার সার্বিক বিষয়ে আগামীকাল ১০ নভেম্বর ২০১৮ ইং শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ও পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সকল উপ-কমিটির সদস্যদের সাথে সমন্বয় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।