Opu Hasnat

আজ ২৬ মার্চ মঙ্গলবার ২০১৯,

বেনাপোলে গনি স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন খেলাধুলাযশোর

বেনাপোলে গনি স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল (যশোর) : ‘মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’ এ স্লোগান নিয়ে শুক্রবার বিকেলে আলহাজ্ব নুরুল ইসলাম একাডেমীর ঐতিহ্যবাহী বেনাপোল ফুটবল মাঠে  আলহাজ্ব গনি স্মৃতি ১ম ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

আটটি দলের এই ফুটবল খেলার উদ্বোধন ঘোষনা করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম। বিশেষ অতিথী ছিলেন বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু, এমদাদুল হক বকুল প্রধান উপদেষ্টা জাগো সমাজ কল্যান সংস্থা, সাব্বির আহম্মেদ পলাশ কোচ আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমী, সাহিদুল ইসলাম শাহিন সভাপতি সীমান্ত প্রেসক্লাব বেনাপোল, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, প্রচার সম্পাদক রাসেল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে কাগজপুকুর ফুটবল একাদশ ৪-২ গোলে লাউতাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে অমিমাংসিত ছিল। আলহাজ্ব গনি স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন বেনাপোল এমভি সিক্স, পরিচালনায় ছিলেন সেলিম রেজা,সাইদুর রহমান সাঈদ, মহাসিন হোসেন হৃদয়, আরিফুজ্জামান বিল্লু, ইয়ানুর রহমান ও ইয়াসিন আলী।

আটদলীয় এই ফুটবল খেলার  মিডিয়া পার্টনার সীমান্ত প্রেসক্লাব বেনাপোল ও প্রধান পৃষ্টপোষকতা করেন আমিনুর রহমান ঝন্টু স্বত্বাধিকারী গনি এন্ড সন্স সিএন্ডএফ এজেন্ট বেনাপোল।