Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০১৯,

তাহিরপুরে পুলিশের অভিযানে ৭৪ বোতল মদসহ আটক ১ সুনামগঞ্জ

তাহিরপুরে পুলিশের অভিযানে ৭৪ বোতল মদসহ আটক ১

সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের অভিযানে ৭৪ বোতল অফিসার চয়েজ মদমহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নাম মোঃ শাহিন মিয়া (২২)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকশেদপুর গ্রামের মোঃ আব্দুল ছোবাহানের ছেলে। 

শুক্রবার দুপুরে তাহিরপুর থানার এস আই রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মোকশেদপুর গ্রামে অভিযান চালিয়ে মদসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্যে প্রায় ২৩ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। 

তাহিরপুর থানার অফিসার ইন চার্জ বাবু নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্যান্য খবর