Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০১৯,

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়া

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় পিকাপের ধাক্কায় রাজা (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (০৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া ভাঙ্গাপুল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজা সাতবাড়ীয়া এলাকার দেলবার হোসেনের ছেলে। 

নিহত রাজার চাচা ও স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, রাজা মোটরসাইকেল যোগে সাতবাড়ী থেকে ভেড়ামারার উদ্যোশ্যে যাচ্ছিলো পথিমধ্যে উক্ত স্থানে পিছন থেকে একটি পিকাপ এসে পিছন থেকে ধাক্কা দেয়। পরে সে রাস্তায় পড়ে গেলে পিকাপ তাকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই রাজা মারা যায়।