Opu Hasnat

আজ ১৪ নভেম্বর বুধবার ২০১৮,

ঝিনাইদহে সানসেট ভেঙ্গে মাথায় পড়ে ছাত্রের মৃত্যু ঝিনাইদহ

ঝিনাইদহে সানসেট ভেঙ্গে মাথায় পড়ে ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বাড়ির গেটের কংক্রিটের স্লাব ভেঙ্গে মাথায় পড়ে চয়ন বিশ্বাস (১৯) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার রমানাথ বিশ্বাসের ছেলে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শুক্রবার সকালে চয়ন বিশ্বাস নামের ওই ছাত্র বাড়ির গেটের কংক্রিটের স্লাবের সাথে রিং ঝুলিয়ে ব্যায়াম করছিল। এসময় গেটের কংক্রিটের স্লাবটি ভেঙ্গে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চয়ন এবার এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।