Opu Hasnat

আজ ২৩ মে বৃহস্পতিবার ২০১৯,

দুর্গাপুরে ডাঃ পুষ্পিতা রায়ের একক আবৃত্তি সন্ধ্যা নেত্রকোনা

দুর্গাপুরে ডাঃ পুষ্পিতা রায়ের একক আবৃত্তি সন্ধ্যা

সোমেশ্বরী নদীর তীরে, গাড়ো পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রকৃতির স্বর্গীয় লীলাভুমি, শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের ধারক নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার রাতে স্থানীয় আদিবাসী মিলনায়তনে সুসঙ্গ সাংস্কৃতিক সংঘ আয়োজিত দুর্গাপুরের মেয়ে ডাঃ পুষ্পিতা রায়ের একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
 
ডাঃ পুষ্পিতা প্রায় ২ঘন্টা ব্যাপি মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ২৫টি কবিতা আবৃত্তি করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ দুর্গাপুর মোঃ জগলুল হক, উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ, বর্ষিয়ান নেতা বাবু দুর্গাপ্রসাদ তেওয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সুজন সভাপতি অজয় সাহা, বিশিষ্ট কবি বীরেশ^র চক্রবর্তী, আবুল বাশার, সুসঙ্গ সাংস্কৃতিক সংঘের সভাপতি মো. আলী আসগর, সাধারণ সম্পাদক এডভোকেট মানেশ সাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, এনসি সরকার প্রমুখ। উল্লেখ: ডাঃ পুষ্পিতা রায় সাবেক যুগ্ন সচিব ড. অর্ধেন্দু শেখর রায় ও রঞ্জনা রায়ের মেয়ে।