Opu Hasnat

আজ ২৫ মার্চ সোমবার ২০১৯,

বাঙালির বিশ্বাস // শেখ জাহিদ আজিম শিল্প ও সাহিত্য

বাঙালির বিশ্বাস // শেখ জাহিদ আজিম

বাঙালি বাঙালি ভাই ভাই, বাঙালির কোনো ভয় নাই।
যেখানে আছে বাঙালি সেখানে বাজে সাহসের তালি,
বুদ্ধির ঝুড়িতে ভরা বাঙালি জাতির মাথার খুলি।
যেখানেই হোক অন্যায়-অবিচার বাঙালি করে প্রতিবাদে চিৎকার,
যেখানেই হোক কাজ নেক্কার বাঙালি জানায় ক্রোধে ধিক্কার।
বাঙালির অভিধানে নিষিদ্ধ আছে ‘হাহাকার’ নামক শব্দ,
বাঙালির সাথে যে লাগতে আসে সে হয় জব্দ-স্তব্ধ,
লড়াইয়ে লড়াইয়ে বাঙালির হৃদয় আজ সাহস লব্ধ,
বাঙালির প্রতিটি স্লোগান তাই যুদ্ধের তীব্রপদ্য।
এক বাঙালির অর্জন হলে সব বাঙালি অংশীদার,
এক বাঙালির ক্রন্দন হলে সব বাঙালি ভাগীদার।
বাঙালি বাঙালি কোনো ভেদাভেদ নাই,
বাঙালি বাঙালি কোনো জেদাজেদ নাই।
বাঙালির জন্য বাঙালির মত পরম বন্ধু নাই,
বাঙালির সাথে অন্য জাতির চরম দ্বন্দ্ব নাই।
বাঙালি বিশ্বাস করে এই কথাটি ভাই,
“সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”। 

০৫/১১/১৮খ্রি. পিসিআই, বিরুলিয়া, ঢাকা।