Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০১৯,

ফিরেদেখা সাহিত্য উৎসব পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত শিল্প ও সাহিত্য

ফিরেদেখা সাহিত্য উৎসব পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের কাগজ ফিরেদেখা পঞ্চম বর্ষপূর্তি উদযাপন পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাসুদ রানা সাকিলের সঞ্চালনা ও ফিরেদেখা সভাপতি এমাদউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, লেখক আনওয়ারুল ইসলাম রাজু, স্বাত্ত্বিক শাহ আল মারুফ, লেখক ও উন্নয়নকর্মী নুরুন্নবী শান্ত, কবি রফিকুল ইসলাম চৌধুরী, এ এস এম হাবীবুর রহমান, বাশার ইবনে জহুর, ডা. ফেরদৌস রহমান সানজিদা জাহান, মোঃ শহীদুর রহমান, সাংবাদিক মোঃ শাহ আলম, এসএম কামরুজ্জামান বাদশা, কবিরাজ ইসমাইল মোল্লা, শারমিন, মুহ গাউছুল আজম লাকু, নয়ন মিয়া প্রমুখ। 

ফিরেদেখা পর্ষদ আয়োজিত পর্যালোচনা সভায় ফিরেদেখা অনুষ্ঠান মূল্যয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ফিরেদেখা পর্ষদের সদস্যদের পক্ষ থেকে উপদেষ্টাগণ সফল ভূমিকা রাখায় সম্মাননা ছবি স্মারক উপহার প্রদান করেন।