Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

জাতীয় স্বার্থে তারা যদি চায় ছোট পরিসরে আরো সংলাপ হতে পারে মুন্সিগঞ্জ

জাতীয় স্বার্থে তারা যদি চায় ছোট পরিসরে আরো সংলাপ হতে পারে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- র্দীঘদিনের টানাপোরণ রাতারাতি জাদুকরী ভাবে সমাধান করা সম্ভব না। 
তবে প্রথমদিনের সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। জাতীয় স্বার্থে তারা যদি চায় ছোট পরিসরে আরো সংলাপ হতে পারে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দরজা খোলা আছে তারা চাইলে আবারো যেকোন সময় আলাপ করা সম্ভব।

বিএনপি যেসব নেতারা রাজনৈতিক কারণে জেলে আছেন, তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে, তাদের লিষ্ট চাওয়া হয়েছে। শুক্রবার সকালে মুন্সীগঞ্জে শ্রীনগরে পদ্মাসেতু প্রকল্প এলাকায় সার্ভিস-১ এ পদ্মাসেতু ভিজিটর সেন্টার উদ্ধোধন শেষে সাংবাদিকদের সংগে এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল মাসুদুর রহমানসহ উধ্বতন কর্মকর্তারা।