Opu Hasnat

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

দুর্গাপুরে সাংস্কৃতিক উৎসব সম্পন্ন নেত্রকোনা

দুর্গাপুরে সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

নেত্রকোনার দুর্গাপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসন দুর্গাপুর'র আয়োজনে সারাদেশের মতো ‘‘'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা সম্পন্ন হয়েছে।
 
এ উপলক্ষে দেশীয় কৃষ্টি কালচারের সাথে সংগতি রেখে মঙ্গলবার সকালে এক বর্নাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন্ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসমূহ (একটি বাড়ী একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কমর্সূচি, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা) এবং সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্যচিত্র তুলে ধরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের ভ‚ইয়া প্রমুখ। আলোচনা শেষে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী ও উপজেলা শিল্পকলা একাডেমী সরকারের উন্নয়ন ও দিবসের তাৎপর্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।