Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এ এস পি সম্মাননা স্বারক গ্রহন করলেন মাহবুবুর রহমান সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এ এস পি সম্মাননা স্বারক গ্রহন করলেন মাহবুবুর রহমান


সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল  সিনিয়র এ এস পি হিসাবে সম্মাননা পেলেন সিনিয়র এ এস পি (সার্কেল) মাহবুবুর রহমান।  সোমবার দুপুরে পুলিশ লাইনের হলরুমে অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যান সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান। 

আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য,চুরি হওয়া বিগত ২০০ বছরের পুরনো খাসার মুর্তি উদ্বারে এবং সর্বোচ্ছ গ্রেফতারী পরোয়ানা তামিলে ও মাদক দ্রব্য উদ্ধারে সুযোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনার স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল সিনিয়র এ এস পি হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করলেন জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ এর সার্কেল সিনিয়র এএস পি মাহবুবুর রহমান। 

এই সম্মাননা পাওয়ার পিছনে থানার সকল অফিসার ও ফোর্সদের অবদান ও আছে বলে জানান সিনিয়র এ এস পি মাহবুবুর রহমান,তিনি  আন্তরিক ভাবে কাজ করার জন্য থানার সকল অফিসার ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ থানার সর্বস্তরের জনগনদের আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । 

 

এই বিভাগের অন্যান্য খবর