Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

ফরিদপুরে নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনাসভা ফরিদপুর

ফরিদপুরে নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনাসভা

“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” শ্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস ফরিদপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। 

সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে এসে শেষ হয়। পরে সেখানে কবি জসিম উদ্দীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর বিআরটিএ’র সহকারী পরিচালক আতিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমূখ বক্তব্য রাখেন।