Opu Hasnat

আজ ২২ অক্টোবর মঙ্গলবার ২০১৯,

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২ চাঁদপুর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি থানার বাকিলা এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আজ (২২ অক্টোবর) ভোররাত ৪টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গুকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- এলেম হোসেন (৪৫), তাঁর ছেলে আকরাম হোসেন (২২) ও তাঁদের প্রতিবেশী আবু সুফিয়ান (৪০)।

শাহরাস্তি থানার ওসি আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহরাস্তির ওয়ারক গ্রাম থেকে এলেম হোসেন তাঁর ছেলে আকরামসহ প্রতিবেশীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় মাছ ধরতে যাচ্ছিলেন। তাদের কাছে বড়শিও ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত হয় দুই জন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।