Opu Hasnat

আজ ২২ নভেম্বর বৃহস্পতিবার ২০১৮,

চট্টগ্রামে পৌঁছেছে আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রাম

চট্টগ্রামে পৌঁছেছে আইয়ুব বাচ্চুর মরদেহ

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে।  আজ সকাল ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তার মরদেহ বন্দর নগরী চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। এরপর সেখান থেকে মরদেহবাহী গাড়িটি মাদারবাড়ির উদ্দেশে রওয়ানা দেয়। 

বিকালে বাদ আসর জামিয়াতুল সালাহ মাঠে সবশেষ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্স স্কয়ার হাসপাতাল থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০টার মরদেহ বহনকারী ইউএস বাংলার একটি বিমান ঢাকা ত্যাগ করে।