Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

সাংবাদিক অশোক চৌধুরীর পিতার পরলোকগমন চট্টগ্রাম

সাংবাদিক অশোক চৌধুরীর পিতার পরলোকগমন

বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরীর পিতা, চট্টগ্রামের গোলপাহাড় কালীমন্দির পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট সমাজসেবক সুধীর কুমার চৌধুরী আর নেই। শুক্রবার ভোরে নগরের পাঁচলাইশের বাসায় ৮৫ বছর বয়সে  পরলোকগমন করেন তিনি। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন শিপিং কোম্পানিতে কাজ করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পটিয়ার কচুয়াই ইউনিয়নে সুধীর কুমার চৌধুরীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

সুধীর কুমার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।  পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ। চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শোক জানিয়েছেন চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাাম ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, সংবাদ সংস্থা এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল ও দৈনিক খবরের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আহমাদুর রহমান শাওন।  

সাংবাদিক নেতারা প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।