Opu Hasnat

আজ ২১ জানুয়ারী সোমবার ২০১৯,

সড়ক দূর্ঘটনায় কালকিনি থানার এএসআই নিহত মাদারীপুর

সড়ক দূর্ঘটনায় কালকিনি থানার এএসআই নিহত

এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মাদারীপুরের কালকিনি থানার এএসআই মোঃ কামরুল ইসলাম(৪২) নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলায় তিনি এ দূর্ঘটনার শিকার হন। সে গোপালগঞ্জ জেলার মোকশেদপুর উপজেলার নওহাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ সুত্রে জানাগেছে, কালকিনি থানার এএসআই মোঃ কামরুল ইসলাম ব্যক্তিগত কাজে উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে তার বাড়ির উদ্দ্যশে রওনা দেন। পথিমধ্যে সে রাজৈর উপজেলার বড়ব্রিজ নামকস্থানে পৌছলে সামনে থেকে তাকে গোল্ডেন লাইন পরিবহন এসে চাপা দেয়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই সঞ্জয় কুমার বলেন, কামরুল ইসলামকে গোল্ডেন লাইন সামনে থেকে চাপা দিলে তিনি মাড়া যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।