Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০১৯,

চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে নারিকেল চারা রোপণ করলেন বিভাগীয় কমিশনার ও ডিসি চট্টগ্রাম

চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে নারিকেল চারা রোপণ করলেন বিভাগীয় কমিশনার ও ডিসি

বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব কর্তৃক ধানমন্ডি ৩২ নম্বর রোডের  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর চত্বরে রোপিত নারিকেল গাছ থেকে সৃজিত ২টি  নারিকেল চারা বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে রোপণ করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন পৃথক দুটি স্থানে দুটি নারিকেল চারা রোপণ করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ইয়াছমিন পারভীন তিবরীজি (উপ-সচিব),  তথ্য প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের ইনোভেশন ট্রেনিং স্পেশালিস্ট মুনিরা সুলতানা (উপ-সচিব), কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপ-পরিচালক ম. আমিনুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মো. মমিনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাশহুদুল কবীর, বিভাগীয় কমিশনার অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।