Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

পাইকগাছায় বাসের চাপায় মটরসাইকেল চালক নিহত খুলনা

পাইকগাছায় বাসের চাপায় মটরসাইকেল চালক নিহত

পাইকগাছায় বাসের চাপায় মটরসাইকেল চালক বাবু মোড়ল (২৬) নিহত ও ফারুক (৩০) নামে এক যুবক আহত হয়েছে। নিহত বাবু উপজেলার গদাইপুর গ্রামের হামিদ মোড়লের ছেলে। আহত ফারুক একই গ্রামের ইজাজুল গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাত আনুমানিক ৮টায় গদাইপুর বাজারের প্রধান সড়কে। পুলিশ নিহতকে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছে।

জানা যায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের হামিদ মোড়লের ছেলে বাবু মোড়ল ও তার বন্ধু ফারুক নিজ বাড়ী থেকে চা খাওয়ার উদ্দেশ্যে গদাইপুর প্রধান সড়কের রাস্তার উপর মটরসাইকেল রেখে তার উপর বসে গল্প করছিল। এ সময় পাইকগাছাগামী একটি যাত্রীবাহী বাস চট্টোমেট্রো-জ-২৪০ নং গাড়িটি মটরসাইকেলে ধাক্কা দিলে মটরসাইকেলের উপর থেকে ছিটকে পড়ে দু’জনই আঘাতপ্রাপ্ত হয় এবং মটরসাইকেলটি ভেঙ্গে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বাবুর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে মানিকতলা নামকস্থানে পৌছালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছে।

ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছে, ঘাতক বাসটি উদ্ধার করা হয়েছে। পলাতক চালককে চেষ্টা চলছে।

এই বিভাগের অন্যান্য খবর